ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ( অনূর্ধ্ব ১৭)বালক ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে বিকেল ৪ টায় ভান্ডারিয়া বিহারী লাল মৈত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রশাসন ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে চ্যাম্পিয়ন পৌরসভা ও রানার্স আপ ইকড়ি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমারানী ধর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমারানী ধর তার বক্তব্যে বলেন বাংলাদেশের ফুটবল সহ ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই টুর্নামেন্টর মাধ্যমে সারা দেশে তৃনমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে ফুটবল খেলার নবদিগন্তের সূচনা হবে।
এবং জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এর পক্ষ থেকে ২টি করে বল সকল ইউনিয়ন পরিষদ কাছে হস্তান্তর করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবির হাওলাদার, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জামল উদ্দিন মিয়া স্বপন, টুর্নামেন্টের কমিটির আহবায়ক শফিকুল ইসলাম আজাদ, শিক্ষক শহিদুল ইসলাম মল্লিক প্রমূখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় অংশ গ্রহণ ভান্ডারিয়া পৌরসভা দল ও ইকড়ি ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে ভান্ডারিয়া পৌরসভা ৩-১ গোলে ইকড়ি ইউনিয়ন কে পারজিত করে চ্যাম্পিয়ন হয়।
ভান্ডারিয়া পৌরসভার পক্ষে ২ টি গোল করেন রিফাত হোসেন ও একটি গোল করেন শাকিরুল ইসলাম মেসি। রানারআপ দলে পক্ষে একমাত্র গোলটি করে মোঃ অলি। টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ করে। খেলা পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, সহকারি রেফারী মিঠু মন্ডল ও রাকিব সিকদার। ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকার ছিলেন তুহিন তালুকদার।